ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ক্রিকেট

হিউজের ব্যাট-জার্সি নিয়ে যাওয়া চুরিম অক্ষত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, এপ্রিল ২৭, ২০১৫
হিউজের ব্যাট-জার্সি নিয়ে যাওয়া চুরিম অক্ষত ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিল হিউজের ব্যবহৃত একটি ব্যাট ও দু’টি জার্সি নিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে যাওয়া নেপালের পর্বতারোহী চুরিম শেরপা ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে ছিলেন।

গত ১৯ এপ্রিল তিনি প্রথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গের শীর্ষে উঠার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।



চুরিম শেরপাদের সঙ্গে যাওয়া আরও ৬০ পর্বতারোহী আহত হন হিমালয়কন্যা নেপালে আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে। শনিবারের (২৫ এপ্রিল) ভূমিকম্পে রাজধানী কাঠমাণ্ডুসহ পুরো দেশটাই যেন পরিণত হয় মৃত্যুপুরীতে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে চুরিম শেরপাদের সঙ্গে যাত্রা করা ১৮জন মারা যান।

চুরিম একমাত্র নারী যিনি এর আগে দুইবার এভারেস্টের চূড়ায় উঠতে সমর্থ হন। ২০১২ সালের ১২ ও ১৯ মে তিনি এই কীর্তি গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান করে নেন। হিউজের সম্মানার্থে এটি তার তৃতীয় যাত্রা ছিল।

গত বছরের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যকার শেফিল্ড শিল্ড ম্যাচে শিন অ্যাবটের বাউন্স বলে মাথায় গুরুতর আঘাত পান হিউজ। হাসপাতালে দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মাত্র ২৫ বছর বয়সেই পড়লোক গমন করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।