ঢাকা: সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিমীত ওভারের ম্যাচে পাকিস্তানের ভরাডুবির পর প্রধান কোচ ওয়াকার ইউনুসের বহিষ্কার দাবী করেছেন দলটির সাবেক ব্যাটিং কিংবদন্তি জহির আব্বাস।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে হতাশা জনক পারফরম্যান্সের পর টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা।
কোচ হিসেবে ওয়াকারের বাজে পারর্ফমকে উল্লেখ্য করে আব্বাস বলেন, ‘ক্রিকেটার হিসেবে ওয়াকার গ্রেট ছিল এতে কোন সন্দেহ নেই। তবে কোচের ভূমিকায় সে পুরোপুরি ব্যর্থ। সুতরাং তার সরে যাওয়া উচিৎ। আমি পাকিস্তান দলের এতো খারাপ সময় কখনো দেখিনি। ’
তিনি আরো বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে হেরেছে এটিতে কোন কারণ দেখানোর সুযোগ নেই। এটা আসলে পাকিস্তান ক্রিকেটের জন্য দু:সংবাদ। আমি কখনো কল্পনাই করিনি যে আমাদের ছেলেরা মাঠে খারাপ খেলছে। ’
এর আগে আব্বাস পাক দলের ‘সাপোর্ট স্টার্ফের’ দায়িত্ব পালন করেছিলেন। তবে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দলটির খারাপ পারফরম্যান্সের পর সেই পদ থেকে সরে দাঁড়ান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
এমএমএস