ঢাকা, সোমবার, ১১ কার্তিক ১৪৩২, ২৭ অক্টোবর ২০২৫, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

মেয়েকে নিয়ে গুজবে বিরক্ত শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, এপ্রিল ২৭, ২০১৫
মেয়েকে নিয়ে গুজবে বিরক্ত শচীন সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার সিনেমায় নামতে যাচ্ছেন- এমন খবরে অবাক হয়েছেন লিটল মাস্টার। তিনি এ গুজবে বেশ বিরক্ত বলেও জানান।



এর আগে ভারতীয় গণমাধ্যম গুলো জানায়, সিনেমায় নামতে যাচ্ছেন সারা। সারার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা শহীদ কাপুর।

তবে, এসব খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর। গুজব উড়িয়ে দিয়ে তিনি টুইটারে লিখেছেন, আমার মেয়ে সারা তার একাডেমিক ক্যারিয়ার নিয়েই খুশি। তার সিনেমায় অভিনয়ের ব্যাপারটি পুরোটাই ভিত্তিহীন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।