ঢাকা: চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিজ দেশের অফিসিয়াল সম্প্রচারমাধ্যম স্টার স্পোর্টস চ্যানেলের বিশাল অঙ্কের লোকসানের কারণ দেখিয়ে তারা এমন সিদ্ধান্ত নেয়।
২০০৯ সাল থেকে বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) অধীনে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। প্রধান ক্রিকেট খেলুড়ে দেশের শীর্ষস্থানীয় ঘরোয়া দলগুলো এই টুর্নামেন্টে অংশ নেয়। অবশ্য, বাংলাদেশ থেকে এ পর্যন্ত কোনো দল সুযোগ পায়নি।
রোববার (২৬ এপ্রিল) কোলকাতায় অনুষ্ঠিত বিসিসিআই’র বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে তা টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের অপর দুই সদস্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে জানানো হয়।
মূল কারণ হিসেবে দেখানো হয়, প্রতি বছর এই টুর্নামেন্ট সম্প্রচারের কারণে ভারতের স্টার স্পোর্টস চ্যানেলের ১০০ মিলিয়ন ডলার করে লোকসান হচ্ছে। যার কারণে উক্ত টিভি চ্যানেল কর্তৃপক্ষ তাদের অংশগ্রহণ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ক্রিস ন্যানজানি বলেন, ‘খুব শীঘ্রই বিসিসিআই’র সঙ্গে আমরা আলোচনায় বসব। এরপরই আমাদের অবস্থান ব্যাখ্যা করব। ’
উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ছয়বারের মধ্যে দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে আইপিএল’র দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ব্লুজ ও ২০১২ সালে শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টুর্নামেন্টের আরেক পরাশক্তি সিডনি সিক্সার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরএম