ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ১৬ বছর পর ওয়ানডে ম্যাচে হেরেছে সফরকারী পাকিস্তান। শুধু হারেই নি, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই হেরে বসে ৯২’র বিশ্বচ্যাম্পিয়নরা।
টাইগারদের বিপক্ষে সফরের একমাত্র টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিতে পাকিস্তান থেকে উড়ে আসে আফ্রিদী। ‘বুমবুম’ আফ্রিদীর দলটিকেও বিশাল ব্যবধানে অনেকটা টাইগার স্টাইলে হারিয়ে দেয় মাশরাফি বাহিনী।
আগে থেকেই চলা পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড়টা বয়ে যায় আফ্রিদীর টি-টোয়েন্টি দলের উপর দিয়েও। আর এবার দলের সিনিয়র ক্রিকেটারদের সমালোচনা করে ঝড় তুলেছেন খোদ আফ্রিদী।
সদ্য ওয়ানডে থেকে অবসর নেওয়া আফ্রিদী দেশে ফিরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান দলের সিনিয়র খেলোয়াড়দের ক্রিকেট থেকে সরে দাঁড়ানো দরকার। নতুনদের আরও বেশি সুযোগ করে দিয়ে তাদের মেধার বিকাশ করা প্রয়োজন।
এ সময় আফ্রিদী আরও জানান, টেস্ট ক্রিকেটে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান বর্তমানে রয়েছে চার নম্বরে। আর ওয়ানডেতে রয়েছে রয়েছে আট নম্বরে। আমি মনে করি ওয়ানডেতে ভবিষ্যতে আরও ভালো দল পেতে চাইলে এখন থেকেই নতুন ক্রিকেটারদের সুযোগ করে দিতে হবে।
ওয়ানডে সিরিজ হেরে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে চলে টানা-হেঁচড়া। আজহার আলির দল নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এমনকি পাকিস্তান সংসদও উত্তপ্ত হয়ে উঠে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায়।
দেশটির সাবেক গ্রেট ক্রিকেটাররাও মুণ্ডপাত করেন পাকিস্তান দলটির।
ওয়ানডেতে ৩৯৮ ম্যাচ খেলা আফ্রিদী আট হাজারের উপরে রান করেছেন। আর টেস্টে মাত্র ২৭টি ম্যাচ খেলেছেন সাবেক এ অলরাউন্ডার। ওয়ানডেতে ৬টি শতক হাঁকানো আফ্রিদী টেস্টে শতক হাঁকিয়েছেন ৫টি।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
এমআর