ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ক্রিকেট

৩ ওয়ানডে ১ টেস্ট খেলতে জুনে আসছে ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, এপ্রিল ২৯, ২০১৫
৩ ওয়ানডে ১ টেস্ট খেলতে জুনে আসছে ভারত

ঢাকা: টাইগারদের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচ ও একটি মাত্র টেস্ট খেলতে আগামী জুনের প্রথম সপ্তাহে ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল।

দু’দলের মধ্যকার তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আর একমাত্র টেস্টটি খেলা হবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতের সফরের পর জুলাইয়ের প্রথম দিকে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫/আপডেট ২১৩০ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।