ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ক্রিকেট

ঢল নেমেছে দর্শকের

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, মে ১, ২০১৫
ঢল নেমেছে দর্শকের ছবি: মানজারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: শুক্রবার (০১ মে) ছুটির দিনে খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছে। একে তো ছুটির দিন তারপর আবার বাংলাদেশ ব্যাটিং করছে অসাধারণ।



মঙ্গলবার (২৮ এপ্রিল) এ মাঠে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট শুরু হলেও এ কয়দিন এতো দর্শক দেখা যায়নি, যতটা এদিন দেখা গেছে। স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি দুপুরের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে তামিম-ইমরুলের ঝড়ো ব্যাটিংয়ের কারণে তপ্ত রোদের মধ্যেও উচ্ছ্বাস-উন্মাদনায় কাঁপছে গোটা গ্যালারি।  

সপরিবারে খেলা দেখতে আসা ব্যাংক কর্মকর্তা আব্দুর রহীম বাংলানিউজকে বলেন, বাংলাদেশের খেলা ভালো লাগে তাই ছুটির দিন পেয়ে খেলা দেখতে এসেছি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমা খানম বাংলানিউজকে বলেন, সাকিব-তামিম-রুবেলদের খেলা দেখার জন্য শুক্রবারের অপেক্ষায় ছিলাম। সামনে থেকে তাদের খেলা দেখতে পেরে খুবই ভালো লাগছে।

ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ভেতরে প্রায় সবটুকুই দর্শকদের দখলে চলে গেছে। প্রায় সমান সংখ্যক ক্রিকেট অনুরাগী রয়েছে মাঠের বাইরে রাস্তায়।

কয়েক দফায় কিছু দর্শক জোর করে মাঠে ঢোকার চেষ্টা করলে কিছুটা উত্তেজনারও সৃষ্টি হয়। শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী বাহিনীর তৎপরতায় অবশ্য কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। মাঠে ঢুকতে না পারলেও উৎসব মুখর পরিবেশে স্টেডিয়ামের বাইরে খোশ গল্প করতে দেখা যাচ্ছে অনেককে। কিছুক্ষণ পরপর তারা ম্যাচের অবস্থাও জেনে নিচ্ছেন তথ্য প্রযুক্তির অন্যতম সংযোজন ইন্টারনেটের মাধ্যমে নিজ নিজ স্মার্ট ফোনে।

মাত্র সাড়ে ১২ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে টিকিটের চাহিদা অর্ধ ল‍াখ। তাই এ আনন্দের মাঝেও যারা টিকিট পাননি তারা অনেকটা বাধ্য হয়েই ঘরে বসে টিভিতে খেলা দেখেই নিজেদের পিপাসা মিটাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ০১, ২০১৫
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।