ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইমরুলের তৃতীয় শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ১, ২০১৫
ইমরুলের তৃতীয় শতক ছবি: মানজারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তামিম ইকবালের পথ ধরে ইমরুল কায়েসও পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক।



তামিমের মতোই ১১টি চার ও তিন ছক্কায় শতক পূরণ করেন ইমরুল। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে ১৫৩ বল মোকাবেলা করেন।

প্রথম ইনিংস শেষে ২৯৬ রানে পিছিয়ে থেকে তামিম-ইমরুলের ব্যাটে দ্বিতীয় ইনিংসে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানি বোলারদের রীতিমতো হতাশায় ডুবিয়েছেন এই দুই ওপেনার।

গত বছর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি শতক হাকান ইমরুল। আজকের ম্যাচটি বাদে ১৯ টেস্টের ৩৮ ইনিংসে ২২.৮৪ গড়ে ৮৬৮ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২০০৮ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘন্টা, মে ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।