খুলনা থেকে: ২৯৬ রানে পিছিয়ে থাকা টাইগাররা এখন পাকিস্তানকে উল্টো পিছিয়ে রাখলো। লিড নিয়েছে স্বাগতিকরা।
টেস্ট ক্রিকেটে ভালো একটি দিন পার করে সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম দিন প্রথম সেশন খেলছে টাইগাররা। এখন পর্যন্ত পাকিস্তানি কোনো বোলার উইকেটের দেখা পায় নি। বলা চলে বাংলাদেশী ওপেনাররা সফরকারীদের কোনো সাফল্যের মুখ দেখতে দেয় নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৩০০ রান তুলেছে। উইকেটে অপরাজিত আছেন তামিম এবং ইমরুল। তামিম ১৪৬ রান নিয়ে আর ইমরুল ১৪৯ রান নিয়ে ব্যাট করে যাচ্ছেন।
২৯৬ রানের বড় লিড নিয়েও দুঃশ্চিন্তায় সফরকারী পাকিস্তান। প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে আগের দিনের দুই অপরাজিত সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এবং ইমরুল কায়েস ব্যাটিংয়ে নামেন।
এর আগে খুলনায় চতুর্থ দিনের যে ৫টি উইকেটের পতন হয়, তার সবগুলোই তুলে নেয় স্বাগতিকরা। আর ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল আর ইমরুল কায়েসের দুরন্ত সূচনায় এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড পার্টনারশিপে ভর করে চতুর্থ দিন শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তোলে ২৭৩ রান।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন মহাকাব্যিক দু’টি ইনিংস খেলেছেন তামিম এবং ইমরুল। দু’জনই হাঁকিয়েছেন শতক। ১৩৮ রানে অপরাজিত থেকে তামিম আর ইমরুল ১৩২ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের ব্যাটিংয়ে নামেন। চতুর্থ দিন তামিমের ইনিংসটি ১৮৩ বলে ১৩টি চার আর ৪টি ছয়ে সাজানো ছিল। আর ইমরুল ১৮৫ বল মোকাবেলা করে ১৫টি চার আর ৩টি ছক্কায় সাজান তার ইনিংসটি।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ০২ মে ২০১৫
এমআর
** পাকিস্তানকে টপকানো সময়ের ব্যাপার
** রেকর্ড গড়ে ব্যাটিংয়ে নেমেছেন তামিম-ইমরুল
** মাইলফলকের সামনে তামিম-ইমরুল
** কড়া জবাব টাইগারদের