ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ক্রিকেট

আশরাফুলকে টপকে গেলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, মে ২, ২০১৫
আশরাফুলকে টপকে গেলেন তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে অপরাজিত থেকে ব্যাটিং করছেন এই বাঁহাতি ওপেনার।

মোহাম্মদ আশরাফুলের করা ১৯০ রানের ইনিংস টপকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান এখন তামিম ইকবাল।  

২০১৩ সালে গলে শ্রীলংকার বিপক্ষে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন আশরাফুল। শনিবার খুলনা টেস্টর পঞ্চম ও শেষ দিনের চা-বিরতির আগে আশরাফুলকে টপকে যান ‍তামিম ইকবাল।  

এক ইনিংসে ব্যক্তিগত সংগ্রহে এক নম্বরে রয়েছেন বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম। ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে ২০০ রান করেছিলেন মুশফিক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র ডাবল সেঞ্চুরিটির মালিক এই ডানহাতি ব্যাটসম্যান। তবে আজ তামিম যেভাবে ব্যাট করছেন তাতে মুশফিককে ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র!
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ০২ মে ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।