ঢাকা: পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ইনিংসে ২০১ রান করার পর নতুন একটি রেকর্ড গড়লেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হলেন এ বাঁহাতি।
এর আগে এ রেকর্ডটির মালিক ছিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে ২০০ রান করে বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
এদিকে ডাবল সেঞ্চুরি করার পর অবশ্য নিজের ইসিংসটি বেশি দীর্ঘায়িত করতে পারেন নি তামিম। ২৭৮ বলে ১৭টি চার ও সাতটি বিশাল ছক্কায় ২০৬ রানের দানবীয় এ ইনিংস খেলার পর মোহাম্মদ হাফিজের শিকার হন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ০২, ২০১৫
এমএমএস