ঢাকা: অসংখ্য রেকর্ডের খুলনা টেস্টে দুই ইনিংস মিলে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। দুই ইনিংস মিলে টাইগাররা করেছে (৩৩২ ও ৫৫৫/৬) ৮৮৭ রান।
দুই ম্যাচ টেস্টের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ২৯৬ রানের লিড নেয় পাকিস্তান দল। বাংলাদেশের ৩৩২ রানের জবাবে সফরকারীরা তোলে ৬২৮ রান। পিছিয়ে থেকেও অসাধারণ ব্যাটিং করে পাকিস্তানী বোলারদের ভড়কে দেন তামিম-ইমরুলরা।
বাংলাদেশ ম্যাচের ওপর পূর্ন নিয়ন্ত্রন নিয়েই ‘ড্র’ করে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপেনিং জুটিতেই আসে রেকর্ড ৩১২ রান। তামিম ইকবাল পান ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। ইমরুল কায়েস খেলেন প্রথম দেড়’শ (১৫০) রানের ইনিংস।
এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ করেছিল (৫০৩ ও ৩১৯/৫) ৮২২ রান। আজকের ম্যাচের আগ পর্যন্ত এটিই ছিল টাইগারদের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ সংগ্রহ।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ০২, ২০১৫
এসকে/এমএমএস