ঢাকা, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩২, ২৮ অক্টোবর ২০২৫, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আট সপ্তাহ পর ফিরছেন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, মে ৪, ২০১৫
আট সপ্তাহ পর ফিরছেন ফিঞ্চ অ্যারন ফিঞ্চ

ঢাকা: হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরো আট সপ্তাহের মত লাগবে।



ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা এ ওপেনার এ মৌসুমে দলটির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচে ব্যাটিং করার সময় দ্রুত রান নিতে গিয়ে হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন।

ক্যারিয়ারে প্রথমবারের মত কোন টুর্নামেন্ট চলাকালীন ইনজুরিতে পড়া ফিঞ্চ বলেন, ‘চিকিৎসা শেষে এখন আমি ভালো আছি। তবে আমার মাঠে ফিরতে আরো আট সপ্তাহের মত লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।