ঢাকা: ইনজুরির কারণে ঢাকা টেস্টের দল থেকে ছিটকে পড়া পেসার রুবেল হোসেনের বদলি ক্রিকেটার হিসেবে ১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেয়েছেন আবুল হাসান রাজু।
সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজুর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রুবেলের ইনজুরির বিষয়ে জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ‘রুবেলের বাম পায়ের ঊরুতে টান লেগেছে। ইনজুরি কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। দুই-তিন দিনের মধ্যে রুবেলকে পুর্নবাসন প্রক্রিয়ায় যেতে হবে। ’
বাম পায়ের ঊরুর ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েন রুবেল হোসেন। খুলনায় সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে বোলিং করার সময় পায়ের পেশীতে টান লেগেছিল রুবেলের। যে কারণে চতুর্থ দিনের শুরুতে বোলিং করতে পারেননি তিনি।
রুবেলের পরিবর্তে ঢাকা টেস্টে সুযোগ পাওয়া আবুল হাসান রাজু পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলেও ছিলেন। তবে প্রথম ওয়ানডেতে বাজে বোলিংয়ের কারণে পরের ম্যাচ দুটিতে আর একাদশে জায়গা পাননি তিনি।
প্রথম ওয়ানডেতে ৫ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তবে রোববার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে চার উইকেট দখল করেন ডানহাতি এ পেসার।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ০৪ মে ২০১৫
এসকে/এমআর
** ঢাকা টেস্টে নেই রুবেল