ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

ক্রিকেট

সমকামী ছেলে, বিপাকে শ্রীনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, মে ৫, ২০১৫
সমকামী ছেলে, বিপাকে শ্রীনি

ঢাকা: আইসিসির বিতর্কিত চেয়ারম্যান নারায়নস্বামী শ্রীনিবাসনের সমকামী ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন শ্রীনি নিজেই। আর শ্রীনির বিরুদ্ধে জোড় করে বিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন তার ছেলে অশ্বিন শ্রীনিবাসন।

একদিকে অত্যাচারী বাবা অন্যদিকে নাছোড়বান্দা ছেলে, এমন ঘটনাই ঘটে চলেছে শ্রীনি পরিবারে।

শুধুমাত্র একজন বংশধরের আশায় ছেলের যৌন চাহিদা সম্পর্কে জানা থাকার পরও শ্রীনি অশ্বিনকে একজন নারীর সঙ্গে বিয়ে দিতে উঠেপড়ে লেগেছেন। আর বাবার বিরুদ্ধে সংবাদমাধ্যমে এমন অভিযোগ করেছেন অশ্বিন নিজেই। শুধূ অভিযোগ করেই থেমে থাকেন নি শ্রীনি পুত্র। বাবার জোরজবরদস্তির প্রমাণ হিসেবে শ্রীনির লেখা একাধিক চিঠিও পেশ করেছেন অশ্বিন।

শ্রীনি চান ছেলে একজন নারীকে বিয়ে করুক। কিন্তু শ্রীনির ছেলে অশ্বিন কোনোমতেই তার ছেলে বন্ধু অভিজিৎকে ছাড়া সামাজিক কোনো বন্ধনে জড়াতে চান না। আর এ নিয়েই বাবা-ছেলের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। এরপর শ্রীনি বেশ কয়েকটি চিঠি লেখেন ছেলেকে।

চিঠিগুলো লেখা হয়েছিল ২০০৭ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত। এমনি একটি চিঠিতে ২০০৭ সালের ২০ জুন শ্রীনি লিখেছিলেন, তুমি আমাদের একমাত্র ছেলে। আমরা তোমাকে অনেক ভালবাসি। তোমার কাছ থেকে অনেক কিছু আশাও করি। আমি আমার সারা জীবনের অর্জিত অর্থ জমিয়ে রেখেছি আমার বংশধরের জন্য। কোনো অপরিচিত ব্যক্তির কাছে সেই অর্থ দিতে চাই না। আমার বংশধরের কাছে দিয়ে যেতে চাই। তাই তুমি আমাদের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করে সামাজিক বন্ধনে জড়াও।

অভিযোগ পেশকালে অশ্বিন বলেন, বাবা আমার আর আমার ছেলে বন্ধুর ওপর অনেক অত্যাচার করেন। আমি চাই বাবা আমার ভাগের সম্পত্তি আমাকে দিয়ে দিক। আমি অভির সঙ্গে নিজের মতো করে জীবন কাটাতে চাই।

ভারতীয় সংবাদমাধ্যম গুলো থেকে জানা যায়, এ মুহূর্তে শ্রীনি পুত্র তার সমকামী সঙ্গী অভি মুখোপাধ্যায়ের সঙ্গে চেন্নাইয়ের একটি বাড়িতে গৃহবন্দি রয়েছেন তার বাবার নির্দেশে।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।