ঢাকা: খুলনা টেস্টে ড্র করেও সর্বশেষ রিলায়েন্স আইসিসি টেস্ট দলের র্যাংকিংয়ে ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ড্র হওয়াতেই তিন থেকে চারে নেমে আসে ইংল্যান্ড।
টেস্ট র্যাংকিংয়ে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুইয়ে অস্ট্রেলিয়া। অজিদের রেটিং পয়েন্ট ১১৮। অন্যদিকে, তৃতীয় স্থানটি ধরে রাখতে হলে পাকিস্তানের জয়ের বিকল্প নেই। আর প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচটিও ড্র হলে ইংলিশদের তিনে তুলে চারে নামবে পাকিস্তান।
এক্ষেত্রে পাঁচে থাকা নিউজিল্যান্ডের সমান ৯৯ রেটিং পয়েন্ট হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে ব্ল্যাক ক্যাপসদের থেকে এগিয়ে থাকবে পাকিস্তান। অপরদিকে, বাংলাদেশ জিতলে পাকিস্তানের রেটিং পয়েন্ট কমে ছয়ে থাকা শ্রীলঙ্কার সমান ৯৬-তে গিয়ে ঠেকবে।
উল্লেখ্য, বুধবার (০৬ মে) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘন্টা, মে ০৫, ২০১৫
আরএম