ঢাকা, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩২, ২৮ অক্টোবর ২০২৫, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ক্রিকেটারদের মিষ্টিমুখ করালেন আ জ ম নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, মে ৫, ২০১৫
ক্রিকেটারদের মিষ্টিমুখ করালেন আ জ ম নাসির ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের মিষ্টিমুখ করিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি আ জ ম নাসির।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ দলের অনুশীলন শেষ হলে সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকদের মিষ্টিমুখ করান তিনি।



এ সময় ক্রিকেটারদের কাছ থেকে ফুলেল সংর্বধনায় সিক্ত হন নাসির। টেস্ট দলে না থাকলেও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এর আগে সকালে বিসিবি’র সকল পরিচালকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।