মিরপুর থেকে: বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের খেলা টিকিট ছাড়াই দেখতে পারছেন স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশন শেষ হওয়ার আগ দিয়ে স্টেডিয়ামের দুই নম্বর গেট স্কুল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
গেটে দায়িত্বরত কর্মকর্তা শফিউল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে স্কুল শিক্ষার্থীদের জন্য গেট উন্মুক্ত করা হয়। যে সকল শিক্ষার্থীরা সঙ্গে আইডি কার্ড এনেছেন তারাই কেবল খেলা দেখতে পারবেন। ’
তিনি আরো জানান, ‘মিরপুর টেস্টের পাঁচদিনই শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। গতকালও প্রথম সেশনের পর আমরা গেট উন্মুক্ত করেছিলাম। ’
টিকিট ছাড়া খেলা দেখতে পেরে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষার্থীরা। মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র আলভী বিন আহমেদ সহপাঠীদের সঙ্গে এসেছেন খেলা দেখতে। তিনি জানান, `টিকিট ছাড়া স্টেডিয়ামে ঢুকতে পেরে খুব ভালো লাগছে। পাকিস্তানকে অলআউট করে আজ হয়তো বাংলাদেশ ব্যাটিং করবে। তামিম-ইমরুলদের ব্যাটিং দেখতে এসেছি। তবে টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করলেই মনে হয় ভালো হতো। ’
উল্লেখ্য, মিরপুর টেস্টে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান টাইগার দলপতি মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ছিল চার উইকেটে ৪২৮ রান।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৭ মে ২০১৫
এসকে/এমআর