ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিগ ব্যাশে যোগ দিলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মে ৭, ২০১৫
বিগ ব্যাশে যোগ দিলেন সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা

ঢাকা: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে নাম লেখালেন কুমার সাঙ্গাকারা। হোবার্ট হারিকেন্সের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন শ্রীলঙ্কার এই ব্যাটিং জিনিয়াস।



হোবার্টের কোচ ড্যামিয়েন রাইট বলেন, ‘বিবিএল’র পঞ্চম আসরে সাঙ্গাকারাকে পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। তিনি শুধু অভিজ্ঞ ও মেধাবী ক্রিকেটারই নন, তার নেতৃত্বগুণও প্রশংসনীয়। ’

সাঙ্গাকারা বলেন, ‘বিগ ব্যাশ লিগে বিশ্বের অনেক সেরা ক্রিকেটাররা যুক্ত আছেন। আমিও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ব্যক্তিগতভাবে আমি হোবার্টের ভক্ত। এখানকার মানুষরা অনেক বন্ধুসুলভ। পরিবেশটাও অন্যরকম। আশা করছি, এই ক্লাবের হয়ে দীর্ঘ সময় ধরে খেলতে পারব। ’

উল্লেখ্য, বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান সাঙ্গাকারা। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের এই ফরমেট থেকেও অবসর নেন। ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান লঙ্কানদের হয়ে ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৩১.৪০ গড়ে ১,৩৮২ রান করেন। রয়েছে ৮টি অর্ধশতক।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘন্টা, মে ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।