ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘হারলেও আমরা পাকিস্তানের ফ্যান’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ৭, ২০১৫
‘হারলেও আমরা পাকিস্তানের ফ্যান’ ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুরে চলছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। হাজারো বাংলাদেশী সাপোর্টারদের মাঝে এসেছেন কিছু পাকিস্তানি সাপোর্টারও।

সকাল থেকেই আজহার-মিসবাহদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন তারা। ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে পড়ুয়া জায়েদ খান, হাদিকা, কুলসুম সহ বেশ কয়েকজন বন্ধু মিলে এসেছেন নিজ দেশের খেলা দেখতে।
 
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত তারা। কাশ্মিরে জন্মগ্রহণ করা জায়েদ খান বাংলানিউজকে বলেন, ‘পাকিস্তান দল দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে। তারা এই টেস্ট ম্যাচ জিতবে, ইনশাল্লাহ। ’
 
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচে বাংলাদেশের কাছে পাকিস্তানের নাস্তানাবুদের কথা স্মরণ করিয়ে দিলে জায়েদ বলেন, ‘এটা পাকিস্তানের সাময়িক একটা বিপর্যয়। এই টেস্ট জয়ের মধ্য দিয়েই তাদের খারাপ সময় ফুরাবে। ’
 
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে হার সত্ত্বেও নিজ দলের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি বলে জানালেন পেশোয়ারের মেয়ে হাদিকা। এই তরুণী বলেন, ‘আজহার আলীর প্রথম ডাবল সেঞ্চুরি মাঠে বসে দেখতে পেরে খুবই উচ্ছ্বসিত আমি। সেই সঙ্গে আজ আসাদ শফিকের সেঞ্চুরিটাও উপভোগ করলাম। বন্ধু-বান্ধব নিয়ে দিনটা খুব উপভোগ করছি। আমি পাকিস্তান ক্রিকেটের খুব বড় ফ্যান। ’
 
জায়েদ-হাদিকার সঙ্গে কথা বলার সময় বাড়তি উচ্ছ্বাস নিয়ে ছুটে আসেন তাদের আরেক বন্ধু কুলসুম। তিনি বাংলানিউজকে বলেন, ‘হারলেও আমরা পাকিস্তানের ফ্যান। উই লাভ পাকিস্তান ক্রিকেট। ’

‘পাকিস্তান জিতেগা-পাকিস্তান জিতেগা’ স্লোগানে তখন জায়েদ-হাদিকা ও কুলসুম নিজ দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। পাশ থেকেই কিছু টাইগার সমর্থকদের ‘পাকিস্তান হারেগা- পাকিস্তান হারেগা’ বলে চিৎকার। সঙ্গে সঙ্গে আবার জায়েদ-হাদিকা’র মধুর প্রতিবাদ!

নিজ নিজ দলের প্রতি সমর্থন জোগাতে এভাবেই ‍মিষ্টি-মধুর খুনসুটিতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ড শেষ বিকেলে মুখরিত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘন্টা, মে ০৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।