ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে সাকিবের ‘এক হাজার’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মে ৮, ২০১৫
মিরপুরে সাকিবের ‘এক হাজার’ ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এক হাজার টেস্ট রান করার কীর্তি গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর টেস্টে সাকিবের একহাজার রান পূর্ন করতে প্রয়োজন ছিল ৪৪ রান।



পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যক্তিগত ৪৩ রানের পর ইয়াসির শাহ’র বলে চার মেরে এই মাইলফলকে পৌঁছান সাকিব।

প্রথম ইনিংসে ৮৯ রানে অপরাজিত ছিলেন সাকিব। মিরপুরে ১৩ টেস্টে ১ সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরিতে সাকিবের ব্যক্তিগত  সংগ্রহ ১০৪৫ রান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ০৮ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।