ঢাকা: পেস অ্যাটাকে সবসময়ই দাপুটে দল পাকিস্তান। তাই বলে স্পিনে বোলিংয়েও পিছিয়ে নেই তারা।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের গুরত্বপূর্ন তিন ব্যাটসম্যানকে ফেরানোর পর দ্বিতীয় ইনিংসেও দিনের একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন ইয়াসির শাহ। তাইতো পাক স্পিন কোচ মুস্তাক আহমেদের ভূয়সী প্রশংসা পেলেন ইয়াসির শাহ।
ম্যাচের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মুস্তাক আহমেদ বলেন, ‘ইয়াসির খুব ভালো মানের একজন লেগ স্পিনার। ম্যাচ উইনার। সে নিউজিল্যান্ডের বিপক্ষে অনেকগুলো উইকেট পেয়েছে। টেস্ট ক্রিকেটে নতুন হলেও তার বোলিংয়ে অনেক টেম্পারমেন্ট ও ভ্যারিয়েশন আছে। আমরা পাকিস্তান দলে খুব ভালো মানের একজন বোলার পেয়েছি। এবং সে পাকিস্তান দলের জয়ে গুরুত্বটপূর্ণ ভূমিকা রাখবে। ’
মুস্তাকের ভাষায় লেগ স্পিনাররা একেক জন ম্যাচ উইনার হন। তিনি যদি জানতেন বাংলাদেশেও একজন ভালো মানের লেগস্পিনার আছে, যাকে কী না স্কোয়াডে রেখেও বসিয়ে রেখেছে টিম ম্যানেজম্যান্ট। তাহলে হয়তো আফসোস হতো মুস্তাকেরও। নিজে লেগ স্পিনার ছিলেন বলেই হয়তো তার আফসোসটা হতো!
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ০৮ মে, ২০১৫
এসকে/আরএম