ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এটা হচ্ছে ‘বাংলাদেশ টিম’ তাই দায়টা আমাদেরই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ৯, ২০১৫
এটা হচ্ছে ‘বাংলাদেশ টিম’ তাই দায়টা আমাদেরই ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হেরে গেছে বাংলাদেশ। খুলনাতে প্রথম টেস্টে প্রতিরোধ গড়ে শেষ পর্যন্ত ড্র করলেও মিরপুর টেস্টে প্রতিরোধের বিন্দুমাত্র মনোভাব দেখা গেল না বাংলাদেশের ব্যাটিং-বোলিংয়ে।



অনেকের মতে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠানোর মাশুলই দিয়েছে বাংলাদেশ। যার পরিণাম একদিন বাকি থাকতেই দ্বিতীয় ও শেষ টেস্টে হার ৩২৮ রানে।

ম্যাচ হারের দায় ক্রিকেটাররা নিলেও টসের সিদ্ধান্তকে ভুল মানতে নারাজ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার ম্যাচ শেষে সাংবাদিকদের মুশফিক বলেন, ‘আপনাদের দিক থেকে টসের সিদ্ধান্ত সঠিক না হতে পারে। তবে এটাই যদি ভালো হতো তাহলে এতো কথা হতো না। আমাদের প্রতি যে আশা ছিল সেটা আমরা আসলে পূরণ করতে পারিনি। দায়টা আসলে আমাদেরই। প্রথম টেস্টে অসাধারণ ব্যাটিং করে ব্যাটসম্যনরা ম্যাচ বাঁচিয়েছে। অথচ এখানে কেউই তেমন রান পাইনি। খারাপ লাগছে এটা ভেবে কেউই বড় ইনিংস খেলতে পারল না!

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা সঠিক ছিল বলে দাবি করেন মুশফিক। তবে সিদ্ধান্তটা যে তিনি একা নেননি বা নেন না সেটিও স্পষ্ট করেন তিনি।   ‘এখানে বলার সুযোগ সবারই থাকে। এটা একক কোনো টিম নয়। টিমটা আসলে আমারও না, কোচেরও না। কারোরই-না। এটা হচ্ছে ‘বাংলাদেশ টিম’। টিমের সবাই মিলেই সিদ্ধান্ত নেয়া হয়, কোন ১১ জন বা ১২ জন খেলবে। টসের ক্ষেত্রেও তাই হয়। ’

জুবায়েরকে দলে না রাখা প্রসঙ্গে মুশফিক বলেন, ‘জুবায়ের দলে ছিল ম্যাচের দিন সকাল পর্যন্ত। ওই দিন সকালেই ও ইনজুরিতে পড়ে। ফলে রিপ্লেসমেন্ট হিসেবে আমরা শুভাগত হোমকে নিয়েছি। লিখন যদি খেলতে পারতো তাহলে দলের জন্য ভালো হতো। পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ খুব টার্ন পাচ্ছিল। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০৯ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।