ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন সেঞ্চুরিতে সাউথ জোনের লিড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ৯, ২০১৫
তিন সেঞ্চুরিতে সাউথ জোনের লিড

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। শাহরিয়ার নাফিস, মোসাদ্দেক হোসেন সৈকতের পর  সেঞ্চুরির দেখা পেয়েছেন সোহাগ গাজী।



সেন্ট্রাল জোনের গড়া ৪১৩ রানের জবাবে এই তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে আট উইকেটে ৫৩৮ রান করেছে সাউথ জোন। শাহরিয়ার নাফিসের ১৬১, মোসাদ্দেক হোসেন সৈকতের ১৫৩ ও সোহাগ গাজীর অপরাজিত ১০৬ রানে ভর করে এই বিশাল সংগ্রহ দাঁড় করায় সাউথ জোন।

তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে সাউথ জোনের লিড  ১২৫ রান। সেন্ট্রাল জোনের অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল একাই নিয়েছেন সাত উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন তানভির হায়দার।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের বিনা উইকেটে ১২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সাউথ জোন। আগের দিন ৬৬ রানে অপরাজিত থাকা এনামুল হক বিজয় ৮৩ রান করে আবু হায়দারের বলে আউট হন। এর পর দিনের বাকি সাতটি উইকেটই নেন মোশাররফ হোসেন রুবেল।

প্রথম ইনিংসে রনি তালুকদারের সেঞ্চুরি (১০৬) ও মোশাররফ হোসেনের ৮৯ ও ইলিয়াস সানির অপরাজিত  ৫৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৪১৩ রান করে সেন্ট্রাল জোন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।