ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মে ৯, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিজিএফসিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শহরের কাউতলি নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পৌর এলাকার ভাদুঘর জামিল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন ও কাউতলি পাঞ্জেরি ক্রীড়া চক্র রানার আপ হয়েছে।



শনিবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

পরে তিনি বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা মে ০৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।