ঢাকা: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে বহিষ্কার হলেন পিটার মরেস। এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা মরেস বিশ্বকাপ সহ ইংলিশদের সম্প্রতি খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়েন।
এদিকে ইংল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর পদের জন্য নিযুক্ত করা হয়েছে সাবেক বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রসকে। স্ট্রসের অধীনে দলের সহকারী কোচ পল ফারব্রেস আগামী ২১ মে থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজে দলের দায়িত্ব পালন করবেন।
কিন্তু আগামী অ্যাশেজ সিরিজকে কেন্দ্র করে ইংল্যান্ডের স্থায়ী কোচের নিয়োগ দেয়া হবে। স্থায়ী কোচ নিয়োগের তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন কাউন্টি দল ইয়র্কশায়ারের কোচ জেসন গিলেস্পি। তবে সাবেক এ অস্ট্রেলিয়ানের এখন পর্যন্ত ইংল্যান্ড বোর্ডের সঙ্গে কোন যোগাযোগ হয়নি।
৫২ বছরের মোরেসের অধীনে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে লজ্জাজনক হারের পর কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়। তার সময় ইংলিশদের সবচেয়ে বড় সফলতা আসে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়। তবে সদ্য শেষ শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র হলে কপাল পুড়ে মরেসের।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ১০, ২০১৫
এমএমএস