ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

আইপিএলে যোগ দিচ্ছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৫, মে ১০, ২০১৫
আইপিএলে যোগ দিচ্ছেন সাকিব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএল) দুটি ম্যাচে অংশ নিতে সোমবার দুপুরে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার বনানীতে অবস্থিত নিজ রেষ্টুরেন্টে একথা জানান সাকিব।



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি নিয়ে আগামী ১৪ ও ১৬ মে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মাঠে নামবেন বাংলাদেশের সেরা এ অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে।

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ শেষে আবারো কলকাতার হয়ে মাঠে নামতে যাচ্ছেন সাকিব।

এ প্রসঙ্গে বিসিব’র  নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান, আইপিএলের দুটি ম্যাচ খেলার জন্য বিসিবির কাছে সাকিব অনুমতি চেয়েছিলেন। জাতীয় দলের এ সময়ের মাঝে কোনো খেলা না থাকায় তাকে আইপিএলে খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ১০ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।