ঢাকা: অবশেষে এ বছরের শেষের দিকে হতে যাচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যকার পূর্নাঙ্গ ক্রিকেট সিরিজ। এর আগে দুই দেশের সম্পর্কের অবনতির জের ধরে এই দ্বি-পক্ষীয় সিরিজ আয়োজন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল।
গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি সমঝোতা সাক্ষর করে। সেই অনুয়ায়ী পরবর্তী আট বছরে দু-দেশের মধ্যকার পাঁচটি পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরেই হয়তো অপেক্ষার অবসান ঘটবে।
পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে বলে নিশ্চিত করেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
রোববার (১০ মে) কলকাতায় বিসিসিআই প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠকের পর শাহরিয়ার খান বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট সিরিজ অব্যাহত রাখতে চাই। ডালমিয়ার কাছে আমি খুবই কৃতজ্ঞ। তার ইচ্ছার ফলশ্রুতিতেই এটি সম্ভব হয়েছে। আমার মতে, পাক-ভারত সিরিজ অ্যাশেজ সিরিজের চেয়েও গুরুত্বপূর্ণ। ’
অন্যদিকে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘আমি দু-দেশের মধ্যকার ক্রিকেট সিরিজের ব্যাপারে আশাবাদী। কিন্তু, বল এখনো সরকারের কোর্টে। স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের সমর্থন ছাড়া সামনে এগোনোটা আমাদের পক্ষ্যে সম্ভব নয়। তবে আমি আশাবাদী, অচিরেই এই সমস্যার সমাধান হবে। ’
বাংলাদেশ সময়: ১২৩২ ঘন্টা, মে ১১, ২০১৫
আরএম