ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

পুরুষদের বিপক্ষে নারী ক্রিকেটারের ৮ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, মে ১১, ২০১৫
পুরুষদের বিপক্ষে নারী ক্রিকেটারের ৮ উইকেট ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের ১২৩ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন কেট ক্রস। গত এপ্রিলে প্রথম কোন নারী ক্রিকেটার হিসেবে পুরুষ দলে খেলার নজির গড়েছিলেন ইংল্যান্ড নারী জাতীয় দলের এ ক্রিকেটার।

আর এবার ল্যাঙ্কাশায়ার পুরুষ লিগে হেউডের হয়ে ৪৭ রানে আট উইকেট নিলেন তিনি।

ইংল্যান্ডের স্থানীয় পর্যায়ের এ লিগে মিডিয়াম ফাস্ট বোলার ক্রসের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায় প্রতিপক্ষ আনসওর্থ। পরে হেউড ছয় উইকেটের জয় পায়। যেখানে ক্রসের ভাই ববি’র হাফ সেঞ্চুরিতে জয়টি সহজ হয়।

২৩ বছরের ক্রস ইংল্যান্ড জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত দুটি টেস্ট, নয়টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী অ্যাশেজ সিরিজে দলের হয়ে খেলার ব্যাপারেও আশাবাদী তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।