ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট সিরিজ জিতেও পাকিস্তানের অবনতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ১১, ২০১৫
টেস্ট সিরিজ জিতেও পাকিস্তানের অবনতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ১-০তে জিতেও কপাল পুড়েছে পাকিস্তানের। সোমবার (১১ মে) প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে তিন থেকে সরাসরি ছয় নম্বরে অবনমন হলো দলটির।

তবে প্রায় উল্টো ঘটনা ঘটেছে  ভারতের। দলটি বিশ্বকাপের পরে কোন ম্যাচ না খেললেও সাত থেকে চারে উঠে এসেছে।

ভারত সর্বশেষ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ তে টেস্ট সিরিজ হেরেছিল। তবে সম্প্রতি ইংল্যান্ড ও পাকিস্তানের অবনমনের কারণে উপকৃত হয়েছে টিম ইন্ডিয়া।

পাকিস্তান খুলনায় প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ড্র করে আর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে না পারায় র‌্যাংকিংয়ের এমন অদল-বদল হয়েছে। তবে র‌্যাংকিংয়ে তিন নম্বরে উঠে চমকে দিয়েছে নিউজিল্যান্ড।

এদিকে ১৩০ ও ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষ দুটি অবস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রোলিয়া। ইংল্যান্ড পাকিস্তানের সমান ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে।

র‌্যাংকিংয়ে সাত থেকে দশ নম্বর পর্যন্ত রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। নবম অবস্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩৯।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।