ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

না খেলেই ফিরছেন মার্শ, জনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, মে ১১, ২০১৫
না খেলেই ফিরছেন মার্শ, জনসন

ঢাকা: বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার শন মার্শ আর মিচেল জনসনকে ছেড়ে দিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রীতি জিনতার দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে।



আইপিএলের চলতি মৌসুমে ১১ ম্যাচ খেলা পাঞ্জাব রয়েছে পয়েন্ট টেবিলের তলানীতে। গতবারের রানার্সআপ দলটি এবারে দুই জয়ের পাশাপাশি হেরেছে বাকি নয়টি ম্যাচে।

পাঞ্জাবের ফ্রাঞ্চাইজি থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমাদের দলের দুই ক্রিকেটার শন মার্শ আর মিচেল জনসনকে তাদের দেশে ফিরে যাবার অনুমতি দেওয়া হয়েছে। তারা আমাদের কাছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে অংশ নেওয়ার জন্য আবেদন করেন। আমরা ক্রিকেটারদের সিদ্ধান্তকে গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকি।

তবে, মার্শ আর জনসন ফিরে গেলেও পাঞ্জাব রেখে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের দুই ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল এবং জর্জ বেইলিকে। তারা আইপিএলের অষ্টম আসর শেষ করেই দেশে ফিরবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১১ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।