ঢাকা: দীর্ঘদিনের খরা কাটিয়ে অবশেষে চলতি মাসের ১৯ তারিখ বহুল আলোচিত ‘পাকিস্তান সফর’ করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে পাকিস্তানের নিরাপত্তা রক্ষীরা।
জিম্বাবুয়ে ক্রিকেট দল ১৯ মে লাহোরে এসে পৌঁছবে। ২২ মে প্রথম টি-টোয়েন্টি এবং ২৪ মে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। ২৬, ২৯ ও ৩১ মে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তানের পুলিশ কর্তৃপক্ষ জানায়, জিম্বাবুয়ে দলটিকে তিন হাজার নিরাপত্তারক্ষী সর্বদা পাহারা দেবে। শুধু তাই নয় দলটির নিরাপত্তা নিশ্চিত করতে একশটি গাড়ি শহরে প্রতিনিয়ত টহল দেবে।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান বলেছিলেন, জিম্বাবুয়ে দলকে আমরা সর্বপ্রকারের নিরাপত্তা দেবো। তাদের সফরে কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। আশা করি একটি শান্তিপূর্ণ সফর করবে জিম্বাবুয়ে।
প্রায় ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান। সন্ত্রাস আর বোমার আতঙ্কে থাকা দেশটিতে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে জঙ্গি হামলার পর আর কোনও আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি তাদের মাটিতে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ১১ মে ২০১৫
এমআর