ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

পাঞ্জাবের টানা সাত ম্যাচে হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, মে ১২, ২০১৫
পাঞ্জাবের টানা সাত ম্যাচে হার

ঢাকা: হারের বৃত্ত থেকে যেন বের হতেই পারছে না কিংস ইলিভেন পাঞ্জাব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ের পরও সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে মাত্র পাঁচ রানে হেরেছে দলটি।

হায়দ্রাবাদের দেয়া ১৮৬ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিযে ১৮০ রান তোলে জর্জ বেইলি বাহিনী।

বিশাল টার্গেটে জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব ৪২ রানে নিজেদের প্রথম উইকেট হারালেও এরপর নিয়মিত বিরতিতে আরো কিছু উইকেট হারায়। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকে মিলার।

তবে শেষদিকে যখন আসকিং রান রেট বেড়ে যায় তখন হাত খুলে খেলতে থাকেন এ প্রোটিয়া ব্যাটসম্যান। কিন্তু জয়ের সম্ভাবনা তৈরী করেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় পাঞ্জাবকে। মিলার ৪৪ বলে দুই চার ও নয়টি বিশাল ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থাকেন। হায়দ্রাবাদের হয়ে মইসেস হেনরিকেস তিনটি উইকেট পান।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন ডেভিড ওয়ার্নার। ৫২ বলে ছয় চার ও পাঁচ ছয়ে তিনি তার ইনিংসটি সাজান। এছাড়া ২৮ রান করেন হেনরিকেস।

এদিকে এ জয়ের ফলে ১২ ম্যাচে সাত জয় ও পাঁচ হারে পয়েন্ট টেবিলের  তিনে পৌছে গেল হায়দ্রাবাদ। শীর্ষ দুটি জায়গায় আছে যথাক্রমে চেন্নাই সুপার কিং ও কোলকাতা নাইট রাইডার্স। আর টানা সাত ম্যাচ হার সহ ১০ হার ও দুই জয়ে টেবিলের শেষে আছে পাঞ্জাব।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।