ঢাকা: আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে ভারত। পাকিস্তানের বিপক্ষে সাফল্যের ধারাটা এই সিরিজেও অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে পুনরায় আইপিএলে অংশ নিতে এখন ভারতে অবস্থান করছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাকি ম্যাচগুলো খেলে দেশে ফিরবেন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থা সহ ভারতের বিপক্ষে আসন্ন ক্রিকেট সিরিজ সম্পর্কে নিজের অভিমত তুলে ধরেন।
শুরুতেই সাকিব বলেন, ‘দলগতভাবে বাংলাদেশ বিশ্বকাপের চেয়েও ভালো পারফরম্যান্স করছে। তবে, পাকিস্তানের বিপক্ষে শেষটা ভালো না হওয়ায় একটু খেদ তো থাকবেই। তারপরও এই সিরিজ থেকে প্রাপ্তিটা অনেক। সামনেই ভারতের বিপক্ষে সিরিজটা মোটেই সহজ হবে না। তাদের দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার ক্রিকেটার রয়েছেন। তবে, দেশের মাটিতে ভারতকে হারিয়ে অবশ্যই সিরিজ জিততে চাই। ’
হোম কন্ডিশনটা খুব বেশি কাজে আসবে না বলেও জানান সাকিব। তিনি নিশ্চিত করেন, ‘ভারত আর আমাদের কন্ডিশনটা প্রায় একই। এশিয়ার যেকোনো দলের বিপক্ষে এই সুবিধা কাজে লাগানোটা কঠিনই হবে। তবে, এ বছর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভাব্য সিরিজগুলোতে অবশ্যই হোম কন্ডিশনটা কাজে লাগাতে চাই। ’
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাকিব। তিনি উল্লেখ করেন, ‘টেস্ট ম্যাচ জিততে হলে প্রতিপক্ষকে অলআউট করাটা খুবই গুরুত্বপূর্ণ। এদিক থেকে আমাদের বোলাররা পিছিয়ে আছে। এর জন্য ঘরোয়া ক্রিকেটে পেস বোলিং সহায়ক উইকেটের অভাবটাই অনেকটা দায়ী। ’
উল্লেখ্য, ১০ জুন ফতুল্লায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৮ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘন্টা, মে ১২, ২০১৫
আরএম