ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিপিএলের তৃতীয় আসর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, মে ১২, ২০১৫
সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিপিএলের তৃতীয় আসর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দুই বছর পর আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।

সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিপিএলের তৃতীয় আসরটি আয়োজন করা হবে।

চলতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিযোগিতার তৃতীয় আসর হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র তত্ত্বাবধানে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরটি বসেছিল। এরপর ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। তবে, দ্বিতীয় আসরের ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে বন্ধ হয়ে যায় বিপিএল। ফলে, ২০১৪ সালে টুর্নামেন্টটি আয়োজন করা হয়নি। এছাড়া ছিল বকেয়া পরিশোধ না করার বিষয়টি।

বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানানো হয় আগের আসরে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো যদি তাদের বকেয়া পরিশোধ না করে তবে নতুন ফ্র্যাঞ্চাইজির সন্ধান করা হবে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আই এইচ মল্লিক জানান, বিপিএলের তৃতীয় আসরটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এবারের আসরে থাকছে নতুন ফ্র্যাঞ্চাইজি। সব বকেয়া পরিশোধ করা না হলে পুরোনো সাত ফ্র্যাঞ্চাইজির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, দ্বিতীয় আসরে পাকিস্তানের ক্রিকেটাররা না খেলতে পারলেও এবারের আসরে খেলতে পারবেন তারা। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ১২ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।