ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাড়ে তিনশো করেও সম্ভাবনা নেই কেপি’র!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ১২, ২০১৫
সাড়ে তিনশো করেও সম্ভাবনা নেই কেপি’র! ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে লিচেস্টাশায়ারের বিপক্ষে ৩৫৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কেভিন পিটারসেন। আগের দিন ৩২৬ রানে অপরাজিত থাকায় অনেকে ধরে নিয়েছিলেন জাতীয় দলে এটি তার ফেরার সেরা সময়।



কিন্তু ৩৪ বছর বয়সী ইংলিশ তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসন আবারো ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে দলটির নতুন পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়েছেন, কোনো সম্ভাবনা নেই পিটারসনের জাতীয় দলে ফেরার, তবে ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না।

ট্রিপল সেঞ্চুরি করে ইংল্যান্ড জাতীয় দলে আবারো ফেরার ইঙ্গিত দিয়ে পিটারসেন জানান, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার যোগ্য তিনি। এর আগে পিটারসনের সাবেক সতীর্থ ও দলের নতুন পরিচালক স্ট্রাউস এবং দলটির প্রধান নির্বাহী টম হ্যারিসনের সঙ্গে দেখা করার ব্যাপারটি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এ ক্রিকেটার। এ সাক্ষাৎ অনেকটাই আন্তর্জাতিক ক্রিকেটে পিটারসেনের ফেরার ইঙ্গিত দিয়েছিল।

এদিকে স্ট্রাউস জানালেন, আমার সঙ্গে কেপির বেশ ভালো সম্পর্ক রয়েছে। তবে, আমি এ মুহূর্তে তার দলে ফেরার কোনো সম্ভাবনা দেখছি না। কোনো সন্দেহ নেই সে দারুণ একজন ক্রিকেটার। ক্রিকেটে তার বহু রেকর্ড রয়েছে।

পিটারসেন এখন পর্যন্ত ইংলিশদের হয়ে ১০৪ টেস্ট ও ১৩৬টি ওয়ানডে খেলেছেন। সাদা পোশাকে ৪৭.২৮ গড়ে ২৩টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি সহ ৮১৮১ রান করেছেন। আর সীমিত ওভারের খেলায় ৪০.৭৩ গড়ে নয়টি সেঞ্চুরি ও ২৫টি হাফ সেঞ্চুরিতে ৪৪৪০ রান করেছেন।

সর্বশেষ ইংলিশ কাউন্টি লিগে তিনি ৩৫৫ রান করে অপরাজিত থাকেন। ৪৫০ মিনিট ক্রিজে থেকে এক সময়ের মারমুখি এ ইংলিশ ব্যাটসম্যান তার ইনিংসটি সাজান ৩৯৬ বল খেলে। এতে ছিল ৩৬টি চারের সঙ্গে ১৫টি ছক্কা।

চলতি মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কথা থাকলেও জাতীয় দলের হয়ে ফেরার জন্য ইংলিশ কাউন্টি লিগে খেলতে নামেন পিটারসেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কোলিন গ্র্যাভস জানিয়েছিলেন, পিটারসেন কাউন্টি লিগে রানে ফিরলে জাতীয় দলের জন্য বিবেচিত হতে পারেন। কিন্তু স্ট্রাউসের মন্তব্য পিটারসেনের আশায় জল ঢেলে দিচ্ছে!

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১২ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।