ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

তারা ন্যূনতম ভদ্রতাও দেখায়নি: সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, মে ১২, ২০১৫
তারা ন্যূনতম ভদ্রতাও দেখায়নি: সাঙ্গাকারা ছবি: সংগৃহীত

ঢাকা: সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে লন্ডনে গিয়ে জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন কুমার সাঙ্গাকারা। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ না দিলেও টুইটারের মাধ্যমে শ্রীলঙ্কার এই ব্যাটিং জিনিয়াস জানান, লন্ডন এয়ারপোর্টে পৌঁছানোর পর তার সঙ্গে খুবই বাজে আচরণ করা হয়েছে।



সাঙ্গাকারা তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘১৫ বছরের আন্তজার্তিক ক্রিকেট ক্যারিয়ারে অনেক দেশেই সফর করেছি। এই প্রথম এয়ারপোর্টের কর্মকর্তাদের কাছ থেকে শিষ্টাচার বহির্ভূত আচরণের শিকার হলাম। তারা ন্যূনতম ভদ্রতাও দেখায়নি। লন্ডন এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার আমার সঙ্গে খুবই অভদ্র আচরণ করেছেন। ’

লঙ্কান ব্যাটসম্যান আরও উল্লেখ করেন, ‘এ ধরণের জাতিগত বৈষম্যের মুখোমুখি হওয়াটা কল্পনাতীত ছিল। ধর্ম, বর্ণ দিয়ে কিছু যায় আসে না। এয়ারপোর্টে প্রত্যেক ট্রাভেলারই ভদ্রতা প্রত্যাশা করে। ভদ্র বা নৈতিক আচরণের জন্য কাউকে বলতে হবে, এমনটি মনে করি না। ’

উল্লেখ্য, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন সাঙ্গাকারা। এর আগে ২০১৪ সালে লঙ্কানদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের এই ফরমেটও বিদায় জানান। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, এ বছরের আগস্টে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেবেন ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, মে ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।