ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

ওয়ানডেতে মরগানই অধিনায়ক থাকছেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, মে ১৩, ২০১৫
ওয়ানডেতে মরগানই অধিনায়ক থাকছেন ইয়ন মরগান

ঢাকা: সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবি হয়েছে। যেখানে বাংলাদেশের সঙ্গে হেরে কোয়ার্টার ফাইনালেই উঠতে ব্যর্থ হয় ইংলিশ দল।

এরপরই দলটিতে অধিনায়ক ইয়ন মরগানের অধিনায়কত্ব নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রশ্ন উঠেছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগের পদেই রাখা হয়েছে মরগানকে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পাওযা অ্যান্ড্রু স্ট্রস এক ঘোষণার মাধ্যমে মরগানকে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে টেস্ট দলে সহ-অধিনায়ক হিসেবে জো রুটকে বেছে নিয়েছে ইসিবি।

স্ট্রস বলেন, ‘আমরা ওয়ানডে দলকে নতুন ভাবে সাজাচ্ছি। আর এই ফরম্যাটে ইয়ন মরগানই অধিনায়ক থাকছেন। সেই সঙ্গে টেস্ট দলে কুকের অধিনায়কের পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে রুটকে দায়িত্ব দেয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।