ঢাকা: পাকিস্তানের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য ইতোমধ্যেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তবে, এই সিরিজ আদৌ হবে কিনা তা নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জিম্বাবুয়ে ক্রিকেট (জেসি) এক প্রেস রিলিজের মাধ্যমে পাকিস্তান সফর পরিত্যক্ত ঘোষণা করে। দেশটির সুপ্রীম স্পোর্টস রেগুলেটরি কর্তপক্ষ ‘স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিশনের (এসআরসি)’ পরামর্শেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। মূলত, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জিম্বাবুয়ের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উদ্বেগের কারণেই এমনটি করা হয়।
পাকিস্তান সফর বাতিল ঘোষণার আধা ঘন্টার মধ্যেই জিম্বাবুয়ে ক্রিকেট কর্তপক্ষ তাদের আগের অবস্থান থেকে সরে আসে। দ্বিতীয় প্রেস রিলিজের মাধ্যমে তারা জানায়, আলোচনার মাধ্যমে সিরিজ বাতিল করা হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে কি নিজেদের মাটিতে ক্রিকেট সিরিজ আয়োজনে আরো পিছিয়ে গেল পাকিস্তান? অবস্থাদৃষ্টে তাই মনে হচ্ছে। সরকার ও এসআরসি’র উদ্বেগকে পাশ কাটিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পাকিস্তান সফরের সিদ্ধান্ত বহাল না রাখাটাই তো স্বাভাবিক।
জিম্বাবুয়েও যদি নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে না যায়, সেক্ষেত্রে অন্যদলগুলোর ঝুঁকি নেওয়ার তো প্রশ্নই উঠে না। এই হোম সিরিজ আয়োজনের মধ্য দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথটা সুগম হতে পারত। কিন্তু, সেটিও এখস ভেস্তে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘন্টা, মে ১৫, ২০১৫
আরএম