ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে নেই কোহলি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ১৫, ২০১৫
টাইগারদের বিপক্ষে নেই কোহলি!

ঢাকা: জুনের ৭ তারিখ বাংলাদেশ সফরে আসছে টিম ইন্ডিয়া। নতুন টেস্ট অধিনায়ক নিয়ে বাংলাদেশ সফর করবে ভারত।

দলের তারকা ব্যাটসম্যান ও টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এ সফরে দলের সঙ্গে আসছেন না বলে ভারতীয় সংবাদমাধ্যম গুলো জানিয়েছে।

বিশ্বকাপের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরে খেলছেন কোহলি।

ক্রিকেটের লম্বা সূচির পর বিশ্রাম চেয়ে বিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন ডানহাতি স্টাইলিশ এ ব্যাটসম্যান। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

গত বছর মহেন্দ্র সিং ধোনির স্থলাভিষিক্ত হন কোহলি। টেস্টে টিম ইন্ডিয়া তার নেতৃত্বেই পরের ম্যাচ খেলেছিল। বাংলাদেশ সফরে ধোনির আসা না আসা নিয়ে রয়েছে ধোয়াশা। তাই, কোহলি সফরের টেস্ট ম্যাচ থেকে নিজেকে দূরে রাখতে চাওয়াও হয়তো ভারতীয় দলে নতুন কোনো টেস্ট অধিনায়ককে দেখা যেতে পারে। আর নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে রয়েছেন অজিঙ্কা রাহানে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ভারতের অনেক সিনিয়র ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে নিজেদের দূরে রাখতে চাইছে। তারা বোর্ডের কাছে বিশ্রাম চেয়ে আবেদনও করেছে। তবে, বোর্ড থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে সিরিজটিকে উত্তেজনাপূর্ণ রাখতে সফরকারীদের দলে যেন গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের পাঠানো হয়।

৭ জুন বাংলাদেশে আসলেও টিম ইন্ডিয়া ২৬ জুন বাংলাদেশ ত্যাগ করবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে লড়বে ভারত। আর একমাত্র টেস্ট ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট ম্যাচের মধ্যদিয়ে তারা সফর শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ১৫ মে ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।