ঢাকা: শ্রীলঙ্কান মহিলা ক্রিকেট দলের পাঁচ জন সদস্য খেলে থাকেন দেশটির সেনাবাহিনী থেকে। বলা চলে, সেনা সদস্যরাই প্রতিনিধিত্ব করছেন শ্রীলঙ্কান মহিলা ক্রিকেটকে।
সেনাবাহিনীতে মহিলা ক্রিকেট শুরু হয় ২০১১ সালে। সেখান থেকে বর্তমানে পাঁচজন ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কান মহিলা ডেভেলপমেন্ট স্কোয়াডে। তাছাড়াও লঙ্কান আর্মিদের নিয়ে সমন্বিতভাবে গড়া দলটি ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নিচ্ছে।
বর্তমান খেলোয়াড়রা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আর ক্রিকেটার যোগান দিয়ে যাচ্ছে সে দেশের সেনাবাহিনী। ফলে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এসকে/এমআর