ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

আবাহনীকে বৃষ্টি আইনে হারালো মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, মে ১৫, ২০১৫
আবাহনীকে বৃষ্টি আইনে হারালো মোহামেডান

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়ের ধারা অক্ষুন্ন রয়েছে। বৃষ্টি-আইনে আবাহনীকে ১০ রানে হারিয়েছে তারা।

এ নিয়ে এবারের লিগে টানা দশ ম্যাচে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (১৫ মে) বিকেএসপির চার নম্বর মাঠে আবাহনীর দেওয়া ১৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বৃষ্টি নামার আগ পর্যন্ত ৪৩.৩ ওভারে সাত উইকেট হারিয়ে ১২২ রান তোলে মোহামেডান। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী থাকায় বৃষ্টি আইনে ১০ রানে মোহামেডানকে বিজয়ী ঘোষণা করা হয়।

মোহামেডানের রুমানা আহমেদ সর্বোচ্চ ৫৫ রান করেন। আবাহনীর হয়ে তিনটি উইকেট নেন বৃষ্টি রায়।

এর আগে সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ১৩২ রানে অলআউট হয় আবাহনী। শারমিন আক্তার সর্বোচ্চ ৪৭ রান করেন। মোহামেডানের সালমা খাতুন ১০ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে নেন পাঁচ উইকেট।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।