ঢাকা: জিম্বাবুয়ে ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে নাটক তো আর কম হয়নি। অবশেষে শনিবার (১৬ মে) জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) অফিসিয়ালি পাকিস্তান সফরের নিশ্চয়তা দেয় বলে জানায় পকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি দীর্ঘদিন পর হোম সিরিজ আয়োজন উপলক্ষে ভক্ত ও দর্শকদের জন্য বেশ কালারফুল টিকিট ছেড়েছে। প্রতিটি টিকিটের মূল্য ১৫০ থেকে ১,৫০০ রুপি। টিকিটের গায়ে দেশ ও জাতির স্বার্থে সবাইকে একত্রিত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
জিম্বাবুয়ে ক্রিকেট দলের ১৯ মে লাহোরে এসে পৌঁছানোর কথা। ২২ মে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ২৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। প্রতিটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এদিকে গত বুধবার (১৩ মে) করাচিতে বাসে সন্ত্রাসী হামলায় ৪৫ জন মানুষ প্রাণ হারান। তবে, লাহোরে বিপুল সংখ্যক মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে স্বতস্ফূর্তভাবে টিকিট সংগ্রহ করছেন।
এদের মধ্যে ইসহান রাজা নামের এক পাকিস্তানি নাগরিক বলেন, ২২ মে’র প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট সংগ্রহ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। ওই দিনটির অপেক্ষায় মুখিয়ে আছি। মাঠে বসে আরো কয়েকটি ম্যাচ দেখার ইচ্ছে আছে। ’
জিম্বাবুয়ে দলের নিরাপত্তার জন্য শতাধিক পুলিশের মহড়া দেওয়ার সংবাদও জানা যায়। অপারেসনস ডিরেক্টর হায়দার আশরাফ বলেন, ‘হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত প্রতিটি রাস্তায় কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকবে। অন্যদিকে, করাচি হামলায় জিম্বাবুয়ে ক্রিকেট কর্তপক্ষ উদ্বেগ জানানোয় তাদের নিরাপত্তার জন্য তিন হাজার থেকে ছয় হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। ’
এর আগে গত ১৪ মে জিম্বাবুয়ে ক্রিকেট (জেসি) এক প্রেস রিলিজের মাধ্যমে পাকিস্তান সফর পরিত্যক্ত ঘোষণা করে। দেশটির সুপ্রীম স্পোর্টস রেগুলেটরি কর্তপক্ষ ‘স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিশনের (এসআরসি)’ পরামর্শেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
মূলত, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জিম্বাবুয়ের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উদ্বেগের কারণেই এমনটি করা হয়েছিল। তবে, আধা ঘন্টার মধ্যেই জিম্বাবুয়ে ক্রিকেট কর্তপক্ষ তাদের আগের অবস্থান থেকে সরে আসে।
উল্লেখ্য, ২০০৯ সালের মার্চে পাকিস্তান সফরে এসে শ্রীলঙ্কার টিম বাস সন্ত্রাসী হামলা শিকার হয়। এই মর্মান্তিক ঘটনায় ছয়জন পাকিস্তানি পুলিশ ও দুইজন সাধারণ মানুষ নিহত হন। শ্রীলঙ্কান ক্রিকেট দলের ছয়জন ক্রিকেটার আহত হয়। এরপর থেকেই পাকিস্তানে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘন্টা, মে ১৭, ২০১৫
আরএম