ঢাকা: দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলারের হাঁকানো একটি বলে আঘাত পেয়ে একটি চোখ হারান স্টেডিয়ামের দায়িত্বে থাকা ভারতীয় পুলিশ কনস্টেবল অলক আইচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ম্যাচে এ দুর্ঘটনাবশত এ ঘটনাটি ঘটে।
গত ৯ মে আইপিএলের একটি ম্যাচে মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব এবং কোলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচের এক পর্যায়ে ব্যাটিং করা ডেভিড মিলার একটি ছক্কা হাঁকান। ইডেন গার্ডেনসের নিরাপত্তায় থাকা কলকাতা পুলিশের কনস্টেবল ৫৩ বছর বয়সী অলক আইচের এক চোখে গিয়ে মিলারের হাঁকানো বলটি আঘাত করে।
পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়ে একটি চোখ বাদ দিতে হয় সেই পুলিশ কনস্টেবলের।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ডেভিড মিলার তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, আমি সত্যিই দুঃখিত। আমি শুনেছি অলক আইচের একটি চোখ নষ্ট হয়ে গেছে। এটা একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা! তার জন্য আমার প্রার্থনা রইল।
২৫ বছর বয়সী মিলার লিখিত এক বিবৃতিতে জানান, আমি শুনেছি অলক আইচের ডান চোখ হারানো ঘটনাটি। ৯ মে কোলকাতার বিপক্ষে খেলার সময় আমার মারা একটি বল তার চোখে আঘাত করে। আমি এমন ঘটনা চাইনি। অলকের জন্য এটা অপরিবর্তনীয় ক্ষতি। যার জন্য আমি দুঃখিত। আমি তার সুস্থ্যতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।
এদিকে আহত পুলিশ কনস্টেবলের ছেলে জানিয়েছেন, আমরা মধ্যবিত্ত একটি পরিবার। বাবার চিকিৎসার ব্যয় কোলকাতা পুলিশ কর্তৃপক্ষ নিয়েছে। কিন্তু আমরা এখন চিন্তায় রয়েছে, বাবার চাকরী থাকবে কি না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বাবা। ডান চোখ হারানোয় তার চাকরী না থাকলে আমাদের বিপদে পড়ে যেতে হবে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ১৭ মে ২০১৫
এমআর