ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

আবরামকে শাহরুখ, ‘নো সন’-‘ওয়াট সন!’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, মে ১৭, ২০১৫
আবরামকে শাহরুখ, ‘নো সন’-‘ওয়াট সন!’ ছবি: সংগৃহীত

ঢাকা: শনিবার (১৬ মে) মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামের গ্যালারিতে বসেই কলকাতা নাইট রাইডার্সের পরাজয় দেখেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আবরাম খান।

ম্যাচ শেষে অবুঝ শিশুর প্রশ্নের উত্তরে হারের কারণ ব্যাখ্যা করেন বলিউড বাদশা। সেটিই নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তুলে ধরেন।

দু’দলের জন্যই প্লে-অফ নিশ্চিত করার ম্যাচ ছিল। শেন ওয়াটসনের হার না ‍মানা সেঞ্চুরিতে ভর করে কলকাতাকে ২০০ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দেয় রাজস্থান রয়্যালস। জবাবে গম্ভীর-আন্দ্রে রাসেল-ইউসুফ-সাকিবরা ১৯০ করতে সমর্থ হয়। ৯ রানের জয় নিয়ে প্লে-অফে উঠে যায় রাহানে-ওয়াটসনরা।

ম্যাচ হারের পর দুই বছরের ছেলে আবরামের সঙ্গে কথোপকথনের অংশটুকু টুইটারে উল্লেখ করেন শাহরুখ। প্রথমে আবরাম বলেন, আমরা জিতেছি? শাহরুখের উত্তর: নো সন। ফিরতি প্রশ্নে আবরাম বলেন, হোয়াই পাপা?, শাহরুখের উত্তর: ওয়াট সন! অর্থাৎ, কিং খান ছেলেকে বোঝাতে চেয়েছেন, ওয়াটসনের কারণেই কলকাতা হেরেছে।

অন্যদিকে, নিজ দলের প্রচেষ্টার প্রশংসা করেন শাহরুখ। রাজস্থানকেও অভিনন্দন জানান। এ ম্যাচে রাজস্থান জয়ের প্রাপ্য বলে উল্লেখ করেন। এছাড়াও স্টেডিয়ামে আতিথেয়তা পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরেক টুইটে শাহরুখ উল্লেখ করেন, ‘কেকেআরের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, কলকাতাকে গর্বিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। আগামী মৌসুমেই তা করতে পারব, ইনশাআল্লাহ। ’

উল্লেখ্য, রোববার (১৭) রাতে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি টাই হলে রান রেট হিসেবে কলকাতার প্লে-অফে খেলার একটা সুযোগ থাকবে। আর দিনের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বড় ব্যবধানে হারলে রান রেটের সমীকরণে পরের রাউন্ডে খেলার মৃদু সম্ভাবনা থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘন্টা, মে ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।