ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হচ্ছে না তদন্ত কমিটি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মে ১৭, ২০১৫
হচ্ছে না তদন্ত কমিটি

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের মধ্যকার ম্যাচে ফিক্সিং হয়েছে বলে অভিযোগ আনে খুলনা বিভাগ। এ প্রসঙ্গে শনিবার বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ফিক্সিংয়ের অভিযোগে রোববার তদন্ত কমিটি গঠন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



কিন্তু  বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানালেন ভিন্ন তথ্য। রোববার তিনি সাংবাদিকদের বলেন, ‘বিসিবি আলাদা কোনো তদন্ত কমিটি করবে না। তবে বিসিবি’র অ্যান্টি করাপশন কোড অনুযায়ী তদন্ত হবে। সেটি করবে বিসিবির অ্যান্টি করাপশন বিভাগ। ’

উল্লেখ্য, শনিবার বিকেলে গুলশানে বিসিবি সভাপতি তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘ম্যাচ রেফারি কমেন্টে কিছুই দেননি। তবে এটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা একটি তদন্ত কমিটি করে দেবো। আগামীকাল (রোববার) বসেই আমরা একটা কমিটি গঠন করবো। এরপর ডিসিপ্লিনারি কমিটি এটার অ্যাকশন নেবে। এটাতে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। যেহুতু একটি কমপ্লেইন এসেছে। ’

জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ।   তবে তাদের প্রথম শিরোপা জয়ই ফিক্সিংয়ের অভিযোগে জর্জরিত হয়েছে।  

প্রসঙ্গত, গত ৯ থেকে ১২ মার্চ বিকেএসপিতে জাতীয় লিগের শিরোপা নির্ধারণী দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। শিরোপার সুবাস পেতে থাকা খুলনা বিভাগ তৃতীয় দিনেই চট্টগ্রামকে ইনিংস ও ২৪ রানে হারিয়ে শিরোপা জয়ের উল্লাস করে। তাদের ঝুলিতে জমা হয় ১২০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রংপুরের চ্যাম্পিয়ন হতে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট পেতে হতো। ম্যাচের চতুর্থ ও শেষ দিনে নাটকীয়ভাবে রংপুর বিভাগ ঢাকা মেট্রোকে ১২০ রানে হারিয়ে শিরোপা জিতে নেয়। শুধু ম্যাচ জয়ই নয়, চ্যাম্পিয়ন হবার সমীকরণও মিলিয়ে ফেলে রংপুর। ব্যাটিংয়ে ৫, বোলিংয়ে ৩ ও ম্যাচ জয়ের জন্য ১৬ পয়েন্ট অর্জন করায় এক ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট পায় তারা।  

মাত্র এক পয়েন্টের জন্য চ্যাম্পিয়ন হওয়া থেকে বঞ্চিত খুলনা  বিভাগ ম্যাচটিতে ফিক্সিংয়ের অভিযোগ আনে বিসিবিতে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১৭ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।