ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

টেস্ট নিয়েও ভাবছেন নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, মে ১৮, ২০১৫
টেস্ট নিয়েও ভাবছেন নাসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তেমন ভালো ব্যাটিং করতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে খেলা হয়নি তার।

তবে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে বিশ্বকাপ দলে ঠিকই জায়গা করে নেন নাসির।

এরপর পাকিস্তান সিরিজেও ছিলেন দলের সঙ্গে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিরিজে। টেস্ট দলে জায়গা হয়নি তার। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন নাসির হোসেন। এখন টেস্ট দলে জায়গা করাই লক্ষ্য তার।

আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচ। লম্বা ইনিংস খেললে টেস্ট দলের দরজা খুলেও যেতে পারে নাসির হোসেনের।     

সোমবার বিসিবি একাডেমির জিমে ফিটনেস ট্রেনিং করার সময় নাসির বলেন, টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ করাটাই আসল চ্যালেঞ্জ। বিসিএলের একটা ম্যাচ আছে সামনে ওটার দিকেই এখন মনযোগ দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৮ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।