ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

ব্যাটিং পাওয়ার প্লে’র পরিবর্তন আসতে পারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, মে ১৯, ২০১৫
ব্যাটিং পাওয়ার প্লে’র পরিবর্তন আসতে পারে ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি অনুরোধ জানিয়েছে, পঞ্চাশ ওভারের ম্যাচে যেন ব্যাটিং পাওয়ার প্লে সরিয়ে নেয়া হয়। মুম্বাইতে সংস্থাটির এক বৈঠকে, ৪১ থেকে ৫০ ওভারের মধ্যে ত্রিশ গজের বাইরে (সার্কেল) পাঁচ জন ফিল্ডার রাখারও অনুরোধ করা হয়।



সোমবার (১৮ জুন) আইসিসি’র এক বিবৃতিতে জানানো হয়, গত শুক্রবার ও শনিবারের আলোচনায় ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট সব ধরণের ‘নো’ বলের উপর ফ্রি হিটেরও আবেদন করা হয়।

ক্রিকেট বিশ্বায়নে বোলার ও ফিল্ডারদের উপর চাপ কমাতে এমন আবেদন জানায় ক্রিকেট কমিটি। কারণ গত ক্রিকেট বিশ্বকাপে বোলারদের বেধড়ক পিটিয়ে রানের ফুলঝুড়ি ছড়িয়েছিল ব্যাটসম্যানেরা, করেছিলেন একের পর দানবীয় রেকর্ড। তাই ব্যাটে-বলে সমতা আনার জন্য কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলেও নেতৃত্বে সবাই এ আবেদন জানায়।

এ বৈঠকে বিস্তারিত ভাবে বলা হয় ওয়ানডে ম্যাচে প্রথম ১০ ওভারে সার্কেলের বাইরে দু’জন ফিল্ডার, পরবর্তী ৩০ ওভারে চারজন ও শেষ ১০ ওভারে পাঁচজন ফিল্ডার থাকলে ফিল্ডিং অধিনায়কের উপর চাপ কমবে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।