ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন শোয়েব মালিক ও পেস বোলার মোহাম্মদ সামি। এছাড়াও ১৯ বছর বয়সী ব্যাটসম্যান নোমান আনোয়ার ও সাবেক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ইমাদ ওয়াসিমকে স্কোয়াডে রাখা হয়েছে।
পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১২ সালের জুনে মাঠে নামেন সামি। পাকিস্তানে অনুষ্ঠিত সুপার এইট টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে করাচি ডলফিনসের হয়ে তিনি ছয় উইকেট নিয়েছেন। এতেই প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরছেন ৩৪ বছর বয়সী এই বোলার।
অন্যদিকে, গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জার্সি গায়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন মালিক। সোমবার (১৮ মে) এই অভিজ্ঞ অলরাউন্ডারের অধীনে তারকা সমৃদ্ধ লাহোর লায়ন্সকে হারিয়ে সুপার এইট টি-টোয়েন্টি কাপের শিরোপা জিতে নেয় শিয়ালকোট স্ট্যালিয়ন্স।
শিয়ালকোটের হয়ে ফাইনাল ম্যাচে ৯৭ রানের (৫৪ বলে) বিধ্বংসী ইনিংস খেলেন আনোয়ার। এই ডানহাতি তরুণ ব্যাটসম্যান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও (২৭০ রান) বটে। অপরদিকে, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চলমান আনঅফিসিয়াল সিরিজে পাকিস্তান ‘এ’ দলের হয়ে চমৎকার অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজর কাড়েন ওয়াসিম। এরই সুবাদে এ দু’জনেরই পাকিস্তান দলে অভিষেক ঘটতে যাচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি সাদ নাসিম, ইমরান খান ও হারিস সোহেলকে। সাঈদ আজমল ও সোহেল তানভীরকেও দলে রাখা হয়নি। ফিটনেস সমস্যার কারণে সুযোগ পাননি শোয়েব মাকসুদ, সোহেল খান ও জুনায়েদ খান।
পাকিস্তান স্কোয়াড: শহীদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ (সহ-অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, মুকতার আহমেদ, নোমান আনোয়ার, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, আনোয়ার আলী, হাম্মাদ আজম, ইমাদ ওয়াসিম, বিলাওয়াল ভাট্টি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ সামি।
উল্লেখ্য, সংবাদমাধ্যম পিটিআই’র বরাত দিয়ে জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষেই ক্রিকেটারদের সঙ্গে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘন্টা, মে ১৯, ২০১৫
আরএম