ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পর্দা উঠলো মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
পর্দা উঠলো মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের

ঢাকা: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় ও দেশের স্বনামধন্য ব্রান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫। ’

মঙ্গলবার (১৯ মে) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার টুর্নামেন্টের উদ্বোধন করেন।



এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) মো. ফিরোজ আলম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম ও মেম্বার সেক্রেটারি সাকি রবিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার বলেন, ‘ওয়ালটন গ্রুপ যে ক্রীড়ায় সহযোগিতা করতে এগিয়ে এসেছে, সে জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আমাদের ক্রীড়াকে শুধুমাত্র সরকারের উদ্যোগে এগিয়ে নেওয়া সম্ভব হয় না। এ সমস্ত করপোরেট হাউসগুলো এগিয়ে আসে বলেই কিন্তু আমাদের ক্রীড়া আরো এগিয়ে যাচ্ছে। '

এবারের ‘ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে’ ২৪টি মিডিয়া হাউস অংশগ্রহণ করছে। যার মধ্যে ৮টি ইলেকট্রনিকস মিডিয়া, ১১টি প্রিন্ট মিডিয়া ও ৫টি অনলাইন নিউজ মিডিয়া রয়েছে। সব ম্যাচই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে ছয়টি ম্যাচ মাঠে গড়ায়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ১৯ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।